তৃতীয় টি-টোয়েন্টি আজ

0

সিরিজ শুরুর আগে যদি বলা হতো, তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামছে সিরিজ জয় নিশ্চিত করতে, লোকে হাসতো। কল্পনাতীত ভাবনা এখন বাস্তবের সম্মুখীন। সিরিজ জয় থেকে একটি জয়ের দূরত্বে বাংলাদেশ।

প্রথম দুই জয়ের রেশ এখনও তরতাজা। ফুরফুরে মেজাজে বাংলাদেশ। আজ ফের মুখোমুখি দুই দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

মিরপুরের পিচে প্রথম দুই ম্যাচে চোখে সর্ষেফুল দেখে অজিরা। সমালোচিত হয়েছে বিশ্ব মিডিয়ায়। আজ ঘুরে দাঁড়ানোর পালা। কিন্তু আত্মবিশ্বাসে বলিয়ান টাইগারদের সামনে কাজটা কঠিন হবে অজিদের জন্য।

প্রথম ম্যাচে বাংলার স্পিনাররা ছিলেন সপ্রতিভ, পরের সন্ধ্যায় পেসাররা। ফ্লাডলাইটের ঝলমলে আলোকরশ্মি ম্লান তাদের পারফরম্যান্সে। দুইয়ের কম্বিনেশনে আজ ভালো কিছুর আশা রাখছে ক্রিকেটপ্রেমীরা।

জিতলেই সিরিজ নিজেদের। এমন সমীকরণের সামনে বাংলাদেশ, বিপক্ষ অস্ট্রেলিয়া। এভাবে ভাবতে পেরেছিল কেউ!