প্রিয় দল আর্জেন্টিনা, গতকালের ম্যাচে আইসল্যান্ড জিতলেই কপাল পুড়তো তাদের। রাশিয়া থেকে বিদায় নিশ্চিত হতো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই সঙ্গে বিদায় ঘণ্টা বেজে যেতো নাইজেরিয়ারও।
আইমেদ মূসা নামের সুপার ফরোয়ার্ড তার কোনোটাই হতে দেননি। জোড়া গোল করে সবার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। তার সৌজন্যে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন টিকে রয়েছে সুপার ঈগল ও আর্জেন্টাইনদের।
যাদের আশা জিইয়ে রাখলেন মূসা, সেই আর্জেন্টিনার বিপক্ষেই গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে নাইজেরিয়া। সেটি আলবিসেলেস্তেদেরও শেষ ম্যাচ। সেই ম্যাচে দুদলের যে জিতবে তারাই উঠে যাবে দ্বিতীয় পর্বে।
অর্থাৎ নাইজেরিয়াকে হারালেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। আর হারলে উঠে যাবেন সুপার ঈগলরা।
অবশ্য এজন্য ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা-নাইজেরিয়াকে। আইসল্যান্ডিকদের কাছে ক্রোয়াটরা না হারলেই শেষ ষোলো নিশ্চিত হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে জয়ী দলের।