ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎকরেছেন বাংলাদেশের একশ’ তরুণ। আজ মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় দুপুর দুইটায় নমস্কার দিয়ে হল রুমে প্রবেশ করেন মোদি। ভরাট গলায় বাংলায় বলে উঠেন,’ কেমন আছো, আমার সোনার বাংলা।’ প্রতি উত্তরে তরুণরা জাতীয় সংগীতের পরের অংশ’ আমি তোমায় ভালোবাসি বলে উঠেন।
এ সময় বাংলাদেশি তরুণদের আগ্রহেরর জায়গা এবং পেশার বিষয়ে জানতে চান নরেন্দ্র মোদি। ভারতে এসে কেমন লাগছে জানতে চেয়ে তিনি বলেন, আপনাদের দিল্লী কেমন লেগেছে? কলকাতায় যাওয়ার ইচ্ছা আছে কি না? জানতে চেয়ে নিজেই বলে উঠেন, কলকাতা আর বাংলাদেশের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না-একই রকম ভাষা এবং শিল্প সংস্কৃতি। এ সময় তরুণদের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি। ১০ মিনিটের এ সাক্ষাতে তরুণরা ভারত-বাংলাদেশ বিষয়ে তাদের মতামত এবং প্রত্যাশা তুলে ধরেন। তরুণদের সঙ্গে ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশি শত তরুণের সাক্ষাৎ পর্ব।