টুইটারে বায়ার্ন মিউনিখের একটি পোস্ট। মুহূর্তেই বিশ্ব ফুটবলে নামলো বিষাদ। না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার। ৭৫ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করেন জার্মান গ্রেট। তাঁর মৃত্যু শোকে বিহ্বল হয় ফুটবল দুনিয়া, নক্ষত্রের পতনে পিনপতন নিরবতা ছেয়ে যায় চারিদিকে।
ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন মুলার। গোল করা যেন ছিল তার সবচেয়ে প্রিয় নেশা। পশ্চিম জার্মানির হয়ে ৬২ ম্যাচ খেলে ৬৮ গোল করেন তিনি। ১৯৭০ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল এনে দেয় গোল্ডেন বুট। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির জয়সূচক গোলটিও আসে তাঁরই পা থেকে।
‘দ্য বোম্বার’ নামে পরিচিত সাবেক এই স্ট্রাইকার ক্লাব ক্যারিয়ারে করেছিলেন ৬৫০ গোল। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ছিলেন বায়ার্নে। ১৯৬৪-৭৯ পর্যন্ত ৬০৭ ম্যাচে গোল করেছিলেন ৫৬৬টি। জার্মান বুন্দেসলিগায় তাঁর করা ৩৬৫ গোলের রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ।
পশ্চিম জার্মানির জার্সিতে ১৯৭২ সালের ইউরো জয়ী গার্ড মুলার বায়ার্নের হয়ে ৪ টি বুন্দেসলিগা ও ৩ টি ইউরোপিয়ান কাপসহ মোট ১৪টি শিরোপা জিতেছিলেন।