বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সাবেক সভাপতি কমডোর মুজিবুর রহমান সিজার মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ প্রায় সাত বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
এক ছেলে ও এক মেয়ের জনক মুজিবুর রহমান ১৯৮১-৮২ সালে মুজিবুর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সাংগঠনিক দিকে সফলতার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়াবিদ।
ঢাকা লিগে ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে ক্রিকেট খেলেছিলেন। ৬ বছর ক্রিকেট খেলার পর ১৯৫৭ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন।
১৯৭৬-৭৭ সালে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কানাডা সফর করেন মুজিবুর রহমান। ১৯৭৯ সাল পর্যন্ত এই ম্যানেজারের ভূমিকায় ছিলেন। এক বছর পর ১৯৮১ তে বোর্ড প্রধানের দায়িত্ব নেন।