নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয় আগ্রহী প্রার্থীদের ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
১. পরিবার পরিকল্পনা সহকারী। পদসংখ্যা ১। চাকরির গ্রেড ১৫। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
২. পরিবার পরিকল্পনা পরিদর্শক। পদসংখ্যা ৩। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
৩. পরিবারকল্যাণ সহকারী। পদসংখ্যা ৪৮। চাকরির গ্রেড ১৭। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
৪. পদের নাম আয়া। পদসংখ্যা ৬। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। শুধু নারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
বয়স:
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে হবে।