নিখোঁজ সাইবার বিশেষজ্ঞ বাসেলকে আসাদ বাহিনীই হত্যা করেছিল, দাবী স্ত্রী নূরা সাফাদির

0

নিখোঁজ হয়ে যাওয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত সিরিয়ার একজন সাইবার বিশেষজ্ঞ বাসেল খারতাবিলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী নূরা গাজী সাফাদি। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্বামী হত্যার কথা জানান।
সাইবার বিশেষজ্ঞ

তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, “আজ আমার বলতে দ্বিধা নেই। আমি আমার নাম ও বাসেলের পরিবারের কথা সবাইকে জানাতে চাই। ২০১৫ সালের অক্টোবরে আদরা কারাগারে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। আমি নিশ্চিত হয়েছি যে তাকে মৃত্যুদ- দেওয়া হয়েছিল”।

তবে তাকে যে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে তা কিভাবে নিশ্চিত হয়েছেন সেই বিষয়ে তিনি কিছুই জানাননি। সিরিয়ার কম্পিউটিার ইঞ্জিনিয়ার বাসেল সাফাদি নামেও সকলের কাছে বেশ পরিচিত। অনলাইনের প্রবেশে তার ছিল অসাধারণ জ্ঞান। তিনি সিরিয়ার মানুষকে কম্পিউটার সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। ২০১১ সালে সিরিয়ার অভ্যত্থানের প্রথম বর্ষপূর্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বাসেলের স্ত্রী নূরা গাজী সাফাদি আরো জানান বাসেলকে তার আইনজীবী, মানবাধিকার কর্মী, তার পরিবার এমনকি স্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করতে দেওয়া হতো না। ২০১৫ সালের অক্টোবরে এক সরকারি তালিকায় বাসেলকে নিখোঁজ দেখানো হয়। ওই সময় তাকে আদরা কারাগার থেকে রাজধানী কারাকাসের উত্তরে স্থানান্তর করা হচ্ছিল বলে জানা যায়। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।

বাসেল সিরিয়ার মুক্ত ওয়েবে বিশ্বাস করতেন। তিনি নিয়মিত উইকিপিডিয়াসহ অনলাইনকে সিরিয়ার মানুষকে বোধগম্য করতে নানান ধরনের কাজ করেছেন। রাজধানী কারাকাসে আকি ল্যাব নামের একটি অনলাইন কমিউনিটিও চালু করেছিলেন। ২০১২ সালে ফরেন পলিসি ম্যাগাজিনে বিশ্বের শ্রেষ্ঠ ১০০ চিন্তাবিদের নামের তালিকায় তার নাম স্থান পায়।

স্ত্রীর ফেসবুকে বাসেলের মৃত্যুর সংবাদ শোনে উইকিপিডিয়াসহ সিরিয়ার সাইবার বিশেষজ্ঞরা শোক প্রকাশ করেছেন।
সূত্র: আল জাজিরা

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে