আন্তর্জাতিক ডেস্ক
সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি নিজের বাসায় নিহত হয়েছেন।
হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্যটি জানান বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ক্লদে জোসেফ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে স্থানীয় সময় ১টার দিকে এ হামলা চালিয়েছে।
এ হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে মিডিয়ায় খবর পাওয়া গেছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।