নিজেদের মাঠে রিয়ালের জয়

0

লা লিগায় নিজেদের মাঠে অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইসকোর জোড়া গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই অর্ধে একটি করে গোল করেন ইসকো। নিজেদের মাঠে লিগে প্রথম দুই ম্যাচে ড্র করার পর রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল।

নিজেদের মাঠে রিয়ালের জয়

এস্পানিওলের বিপক্ষে ম্যাচের শুরুটা দুর্দান্ত হতে পারতো রিয়ালের। ২৩ সেকেন্ডে প্রথম আক্রমণেই গোলরক্ষককে একা পেয়েছিলেন ইসকো কিন্তু তার শট দারুণ ক্ষিপ্রতায় বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পাউ লোপেস।

৩০তম মিনিটে আর ভুল করেননি ইসকো। রোনালদোর বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান স্পেনের এই মিডফিল্ডার।

চার মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে কোনাকুনি শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু লোপেস পা বাড়িয়ে ঠেকিয়ে দিলে লিগে প্রথম গোলের জন্য পর্তুগিজ তারকার অপেক্ষা আরও দীর্ঘ হয়।

বিরতির আগে উল্টো গোল খেতে বসেছিল তারা। কাসেমিরোর ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনোর নেওয়া শট পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল।

৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। বাঁ থেকে মার্কো আসেনসিওর বাড়ানো বল ধরে ১৬ গজ দূর থেকে জোরালো শটে গোলটি করেন ছন্দে থাকা এই খেলোয়াড়।

সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ।

দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে লাস পালমাসকে ৩-০ ব্যবধানে হারানো বার্সেলোনা ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভালেন্সিয়া। আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও তাই, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে