নেইমার নৈপুণ্যে বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে পেরুকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
শুরুতে পেরু আশা জাগালেও তিন মিনিটে আদভিনকুলার নিচু ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিরিয়ে দিলে কর্নার পায় তারা, তবে তাতে হলোনা। ১৪ মিনিটে
ব্রাজিল গোলের দেখা পায়। বাঁ দিকের টাচলাইন থেকে বল নিয়ে সামনে এগিয়ে ড্রাইভ করেন নেইমার।
২৫ মিনিটে পেরুর একটি পেনাল্টির জোর দাবি প্রত্যাখানের মধ্য দিয়ে হারিয়ে ফেলে আরেকটি সুযোগ।
বিরতির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে ফেলেন স্বাগতিকরা।
৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা।