তিন দফায় রিমান্ড শেষেও সুরাহা হচ্ছে না পরীমনির মামলায়। তার জন্য আন্দোলন করেছে সহকর্মীরা। শুরু থেকে পরীকে নির্দোষ বলে আসছে তার নানা শামসুল হক। নাতনিকে নিয়ে ভীষণ চিন্তিত তিনি।
‘এদেশের আশি ভাগ লোকে জানে পরীমনিকে হয়রানি করা হচ্ছে। সবার একটাই কথা। তাকে অযথা হয়রানি করছে ষড়যন্ত্র করে এভাবে হেনস্তা করা হচ্ছে।’ পরীমণির জামিন না হওয়ায় আক্ষেপের সুরে কথাগুলো বলেন নানা শামসুল হক।
‘পরীমণির জামিন না হওয়ায় ভীষণ চিন্তায় রয়েছেন নানা। পরীর তো কেউ নাই আমি ছাড়া। কেনো এভাবে হেনস্তা করা হচ্ছে ওকে? আমার নাতনি যা উপার্জন করে সবটাই ব্যয় করে কল্যাণের কাজে। নিজের ঘরবাড়ি কিছু নাই। ভাড়া বাসায় থাকে।’ শামসুল হকের কন্ঠে আফসোস ও আক্ষেপ।
মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে রবিবার এই চিত্রনায়িকাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে গ্রেফতার হন পরীমনি।