২০০৬ সালের যুব বিশ্বকাপে মুশফিক সাকিব তামিমদের খেলেছিলেন সিরাজুল্লাহ খাদেম নিপু। নজর কাড়া পারফর্মেন্স থাকলেও ইঞ্জুরির কবলে পড়ে গায়ে দেওয়া হয়নি লাল-সবুজের জার্সি। তবে সিরাজুল্লাহ এখন জায়গা করে নিয়েছেন পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে।
বাঁ’হাতের পেস বোলিংয়ের সাথে মিডল অর্ডারে সময়োপযোগী ব্যাটিং দক্ষতায় হয়ে উঠেন অলরাউন্ডার। ১৭ বছর বয়সে জায়গা করে নিয়েছিলেন মোহামেডানে। অস্ট্রেলিয়ার প্রাদেশিক প্রতিযোগিতা ডারউইন প্রিমিয়ার লিগে ডামরিন ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন নিপু। পালমারস্টন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ৮৮ রান ও ৬ উইকেট নিয়েছিলেন। বিসিবির বিশেষ নজরেও ছিলেন এই অলরাউন্ডার।
কিন্তু ২০০৯ সালে ঢাকা লিগের প্রস্তুতি নেওয়ার সময় মারুতি বল দিয়ে চোখে আঘাত পান নিপু। ইঞ্জুরি তাকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে দেয়নি। ভাগ্যের পরিহাসে নিজের পিছিয়ে পড়া এবং জীবিকার তাগিদে নিপু পাড়ি জমান পর্তুগালে। কাজের পাশাপাশি সেখানে ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি।
পরিশ্রম সফল হয়ে ধরা দিয়েছে। নিপু জায়গা করে নিয়েছে পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে। সম্প্রতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পর্তুগালের হয়ে মাল্টার বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন তিনি।