পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ে সিলসিলা আলিখিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা রাষ্ট্রদূতের মেয়েকে ব্যাপক মারধর করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ইসলামাবাদে বাসায় ফেরার পথে সিলসিলা আলিখিল অচেনা অপহরণকারী কর্তৃক অপহরণের শিকার হন। অপহরণের পর তাঁকে ব্যাপক মারধর করা হয়েছিল। অপহরণকারীদের জিম্মিদশা থেকে ছাড়া পেয়ে এখন সিলসিলা একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ২০ বছর বয়সী সিলসিলা একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এসময় অপহরণকারীরা তাঁর গাড়িতে ঢুকে পড়ে তাকে অপহরণ করেন। অপহরণের পর তাঁকে মারধর করা হয়।
মেয়েকে অপহরণ ও মারধর করার ঘটনাকে বর্বর হামলা হিসেবে উল্লেখ করে আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, তাঁর মেয়ে এখন ভালো বোধ করছেন।
এদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানের কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে এ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আফগানিস্তান সরকার।














