৫৩ বছর পর ইতালির ইউরো জয়ে জিয়ানলুইজি ডোনারুমার ভূমিকা অসামান্য। দুরন্ত পারফরম্যান্সের ফল পেলেন হাতেনাতে। হলেন ইউরোর সেরা খেলোয়াড়, যা টুর্নামেন্টের ইতিহাসে গোলরক্ষক হিসেবে একমাত্র। ইউরোর পর ডোনারুমা যোগ দিলেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে।
দূর্ভাগ্যের বিষয়, পিএসজিতে নিজের পছন্দের ৯৯ নাম্বার জার্সি পরতে পারবেন না ২২ বছর বয়সী এই তারকা। ১৬ বছর বয়সে এসি মিলানে যোগ দেবার পর থেকে ৯৯ নাম্বার জার্সি পরেন ডোনারুমা। কিন্তু ফ্রেঞ্চ লিগের নিয়ম অনুযায়ী ১ থেকে ৩০ নাম্বারের বাইরে কোনো ক্লাব প্লেয়ারদের জার্সি দিতে পারবে না।
ক্লাবের গোলরক্ষকদের জন্য বরাদ্দ জার্সি নাম্বারগুলো হচ্ছে ১, ১৬, ৩০। যা এরই মধ্যে কেইলর নাভাস, সার্জিও রিকো ও আলেক্সান্ডার লেইত্লার পরছেন। এমন অবস্থায় চতুর্থ গোলরক্ষকের জন্য বিশেষ বিবেচনায় ৪০ অথবা ৫০ নাম্বার জার্সি বরাদ্দ করার অনুমতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
পছন্দের ৯৯ না পেলেও ডোনারুমা এখন থেকে ৫০ নাম্বার জার্সি পরবেন। প্রসঙ্গত, ১৯৯৯ সালে জন্ম নিয়েছেন বলে ৯৯ সংখ্যা পরে খেলতেন ডোনারুমা।