লিও মেসি পিএসজিতে যাচ্ছেন, ব্যাপারটা মোটামুটি নিশ্চিত। কারণ, বৈশ্বিক মহামারিতে ক্লাবগুলোর অর্থনৈতিক সংকটকালে মেসিকে কেনার মতো ক্লাব আছে দুইটি। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ও ফরাসি জায়ান্ট পিএসজি। মেসি বার্সায় নেই, আনুষ্ঠানিক ঘোষণা আসার ঘন্টাকয়েক আগে জ্যাক গ্রিলিশকে দলে ভেড়ায় সিটি। গার্দিওলা সাফ জানায়, মেসিকে তারা কিনছে না।
রইলো বাকি পিএসজি। কোচ পচেত্তিনো বলছেন, আমাদের পরিকল্পনায় শুধুই নতুন মৌসুম। কিন্তু ক্লাবের মালিকপক্ষ বলছে, মেসি পিএসজিতে আসছে। আপাতত চুক্তি দুই বছর, সুযোগ থাকবে আরও এক বছর করার। বিশ্বস্ত সূত্রমতে, মঙ্গলবার (১০ আগস্ট) আইফেল টাওয়ারে হবে মেসির গ্র্যান্ড সাইনিং।
মেসিকে পেতে টাকার বস্তাই ঢালতে হচ্ছে পিএসজিকে। আকাশছোঁয়া বেতন পাবেন আর্জেন্টাইন অধিনায়ক। কর-টর কেটে নেওয়ার পর বছরে মেসিকে নেট ৪ কোটি ইউরো বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় এক ইউরো সমান ৯৯.৬৬ টাকা।
সপ্তাহে ৭ লক্ষ ৬৯ হাজার ২৩০ ইউরো, প্রতিদিন ১ লক্ষ ৯ হাজার ৮৯০ ইউরো বা এক কোটি ৯ লক্ষ ৪৫ হাজার টাকা, প্রতি ঘন্টায় ৪ হাজার ৫৭৯ ইউরো বা ৪ লক্ষ ৫৬ হাজার টাকা। পরিমাণটা মিনিটের হিসাবে নিলে দাঁড়াবে ৭৬ ইউরো বা ৭ হাজার ৫৭০ টাকা! কর বাবদ ধরলে বাৎসরিক ৮ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৭৯৬ কোটি ৬৮ লক্ষ টাকা!
আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসেী বরাতে জানা যায়, শিগগির পিএসজির কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার জন্য নিজস্ব উড়োজাহাজে করে ফ্রান্সের শহর নিঁসে যাবেন মেসি। গুঞ্জনটা ডালপালা মেলছে তখনই। মেসি পিএসজিতে আসবেন, এই ঘোষণা রাজকীয়ভাবে দিতেই ১০ আগস্ট বিখ্যাত আইফেল টাওয়ার ভাড়া নিয়ে রেখেছে পিএসজি।