পিচিচি ট্রফি ও ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতলেন মেসি

0
পিচিচি ট্রফি ও ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতলেন মেসি

সোমবার রাতে বার্সেলোনায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারকা লিওনেল মেসির হাতে পিচিচি এবং ডি স্টেফানো অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। জোড়া অ্যাওয়ার্ড জয় করলেন বার্সেলোনা এই কিংবদন্তী তারকা।

পিচিচি ট্রফি ও ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতলেন মেসি

এইদিন এই নিয়ে চতুর্থবার পিচিচি খেতাব জিতে তিনি আবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে নতুন কীর্তি গড়লেন।

২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কার জিতেছেন মেসি।  অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মেসির হাতে ওঠে ডি স্টেফানো অ্যাওয়ার্ড।

লিওনেল মেসি বলেন, এল ক্লাসিকো জয়টাই হবে বার্সা সমর্থকদের জন্য বড়দিনের উপহার। এই ম্যাচটা সব সময়ই আমার কাছে স্পেশ্যাল। রিয়ালকে ওদের ঘরের মাঠে হারানোর আনন্দই আলাদা।

কয়েকদিন আগেই ইউরোপিয়ান গোল্ডেন শু অ্যাওয়ার্ড জেতেন মেসি। এরপর হাতে এলো জোড়া পুরস্কার।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে