পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া

0
পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া

পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে কলম্বিয়ার দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখলেন হামেস রদ্রিগেজ-রাদামেল ফ্যালকাওরা। রাশিয়া বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেল কলম্বিয়া। তবে টানা দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিল পোল্যান্ড। আগের ম্যাচে দুই দলই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প ছিল না।

এ হারে পোল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেল। সেই সঙ্গে বিদায় ঘটল বিশ্ববরেণ্য তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কির। রাদামেল ফ্যালকাওয়ের অসাধারণ গোলের মাত্র ৫ মিনিট পরেই হুয়ান কুয়াদ্রাদো গোল করলে পোল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৭০ মিনিটে মাঝ মাঠ থেকে আসা বলে শট করে গোল আদায় করে নেন এই তারকা স্ট্রাইকার ফ্যালকাও। পরে ৭৫ মিনিটে প্রায় একই ভাবে গোল করেন কুয়াদ্রাদো।

ইয়েরি মিনার গোলে এর আগে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটে হামেস রদ্রিগেজের ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোলটি করেন তিনি। একই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি।

পোল্যান্ড ও কলম্বিয়া বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়। দুই দলই একাদশে চারটি করে পরিবর্তন আনে। রাশিয়া বিশ্বকাপে রবিবার ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টায়।