বলিউডে সবচেয়ে সফল জুটি কোনটি, এই প্রশ্নের উত্তরে অধিকাংশ ভক্ত বলবে শাখরুখ-কাজলের নাম। আক্ষরিক অর্থেই সফল ও জনপ্রিয় জুটিদের মধ্যে এগিয়ে থাকবেন শাহরুখ খান ও কাজল। নব্বই দশকে একসঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ান দু’জন। উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি।
শাহরুখ কাজলের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ২০১৫ সালে ‘দিলওয়ালে’ সিনেমা দিয়ে ফের জুটিবদ্ধ হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। তবে শাহরুখ কাজলের রসায়ন ঠিকই উপভোগ করে দর্শক।
শোনা যাচ্ছে আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই জুটি।শাহরুখ এবং কাজল। শাহরুখের নতুন ছবির জন্য গল্প তৈরি করা হয়েছে। খবর রটেছে, অভিবাসন নিয়ে তৈরিকৃত গল্পে শাহরুখ থাকবেন সাংবাদিকের ভূমিকায়। শাহরুখ খান ও রাজকুমার হিরানির যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।
বিস্তারিত না জানা গেলেও নায়িকা নিয়ে গুঞ্জন উঠেছে। যদি সেটি সত্যি হয়, তাহলে আরেকটি শাহরুখ-কাজল রসায়ন দেখতে দর্শকের সময় গণনা শুরু হয়ে যাবে। তবে, দিল্লী আপাতত অনেক দূর।