বাংলাদেশ দুই, অস্ট্রেলিয়া শূন্য

0

৬৭ রানে পঞ্চম উইকেট পতনের পর মিরপুরে সুনসান নিরবতা। তখনও জয় থেকে ৫৫ রান দূরে বাংলাদেশ। অভিজ্ঞ কেউ নেই। তরুণ আফিফ হাসান ও সদ্য নামা নুরুল হাসান সোহান স্নায়ুযুদ্ধে কতটুকু যেতে পারবে!

১৮.৪ ওভারে আফিফ হাসানের শট বাউন্ডারি দড়ি পার হলে শঙ্কা থাকে না আর। বাংলাদেশ জিতলো। টানা দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়াকে হারিয়ে। হেসেখেলে। কে ভেবেছিল গত পরশু অবধি!

গতকাল টস জিতে বোলিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া আজ একই ভুলের পুনরাবৃত্তি করেননি। টস জিতে আজ ব্যাটিং নেন। কিন্তু দূর্দশা কাটেনি। মুস্তাফিজের বিধ্বংসী কাটার, শরীফুল, সাকিব, মেহেদীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় অস্ট্রেলিয়া।

অজিদের পক্ষে আজও একা লড়েন মিচেল মার্শ। ৪২ বলে ৪৫ রান করা মার্শকে সঙ্গ দেন ময়েজেস হেনরিকস। ২৫ বলে ৩০ রানের ইনিংস শেষ পর্যন্ত অজিদের এনে দেয় ১২১ রানের সংগ্রহ।

ব্যাট হাতে ফের ব্যর্থ সৌম্য সরকার। স্টার্কের বলে বোল্ড হয়ে শূন্য হাতেই সাজঘরে ফেরেন। নাঈম শেখও পারেননি দুই অঙ্ক ছুঁতে। সাকিব (১৭ বলে ২৬) ও মেহেদি (২৪ বলে ২৩) খেলা ধরেছেন। কিন্তু ৬৭ রানে পাঁচ উইকেট হারাবার পর ব্যাকফুটে যায় বাংলাদেশ।

তা অল্প সময়ের জন্য। আফিফ হোসেনের নির্ভার ব্যাটিং আর সোহানের সময়োপযোগী ইনিংসে অঘটন ঘটেনি। ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বুক চিতিয়ে। ৩১ বলে ৩৭ রানে আফিফ এবং ২১ বলে ২২ রানে অপরাজিত থাকেন সোহান।

পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। পরবর্তী টি-টোয়েন্টি ৬ আগস্ট।