বার্সা এবার নেইমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে!

0

পিএসজিতে যাওয়া নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনেছে তার সাবেক দল বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি ব্রাজিলের এই ফরোয়ার্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং তাকে চুক্তি নবায়নের জন্য দেওয়া বোনাসের অর্থ ফেরত চেয়েছে।
নেইমার

নেইমার চলতি মাসেই ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দেন । তার মাত্র নয় মাস আগে কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি।

পাঁচ বছরের নতুন চুক্তির জন্য নেইমারকে দেওয়া নবায়ন বোনাসের অর্থ ফেরত চেয়েছে বার্সেলোনা। সঙ্গে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৮৫ লাখ ইউরো ও দেরিতে দেওয়ার জন্য ১০ শতাংশ বাড়তি অর্থ দাবি করেছে দলটি।

১১ অগাস্ট বার্সেলোনার শ্রম ট্রাইবুনালে অভিযোগ দায়ের করে রেখেছিল স্পেনের দলটি। অভিযোগটি এখন স্পেনের ফুটবল ফেডারেশনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, নেইমার অর্থ পরিশোধ করতে না পারলে পিএসজিকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

নেইমারের দল বদলের পর বার্সেলোনা লয়ালিটি বোনাসের ২ কোটি ৬০ লাখ ইউরো আটকে দেওয়ার কথা জানায়।

তুলুজের বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয়ের পর বার্সেলোনার পরিচালকদের তীব্র সমালোচনা করেছিলেন নেইমার।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে