বিদায় ‘বজ্রবিদ্যুৎ’ বোল্ট! জীবনের শেষ দৌড়ে ৩য় উসাইন বোল্ট

0

অলিম্পিকে ৮ সোনা!
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১১ সোনা!!
গত ৯ বছরে কখনও ২য় না হওয়া!!!

শুধু কি এসব? এসবের বাইরেও অন্য কি যেন আছে তার! যা দিয়ে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। অতি সাধারন শুরু এরপর হঠাৎ বিদ্যুৎ এর মত সবাইকে পেছনে ফেলে ১ম হওয়া, তারপর সেই চিরচেনা বজ্রবিদ্যুৎ স্টাইলের উদযাপন! যার ফলে নামের সাথে যুক্ত হয়েছে লাইটেনিং শব্দ টি। উসাইন ‘লাইটেনিং’ বোল্ট! গত ১ দশক এভাবেই মুগ্ধ করে গেছেন। ১০০ মিটার স্প্রিন্ট কে করেছেন অতীতের যে কোন সময়ের চেয়ে জনপ্রিয়! কিন্তু পারলেন না জীবনের শেষ একক ট্রাকে। ৩য় হয়ে শেষ করতে হল জীবনের শেষ একক দৌড়। হেরে গেলেন ৩৫ বছর বয়সী মার্কিন এথলেট জাস্টিন গ্যাটলিনের কাছে। পারলেন না ক্রিশ্চিয়ান কোলম্যানের কাছেও। গ্যাটলিন ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে ১ম হয়ে স্বর্ণ জিতেছেন। কোলম্যান ৯.৯৪ সেকেন্ডে দ্বিতীয় হয়ে জিতেছেন রৌপ্য  আর ৯.৯৫ সেকেন্ড নিয়ে ৩য় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বোল্ট।

পারলেন না বোল্ট!

কিন্তু হেরেও পেলেন বিজয়ীর কাছে অভিবাদন!

bolt last race
দৌড় শেষে বোল্টকে সম্মান জানাচ্ছেন গ্যাটলিন

শেষবারের মত বোল্টের বিজয় দেখতে এসেছিলেন যেসব দর্শক পরাজয়েও কমলো না তাদের ভালোবাসা! ৩০ বছর বয়সী এই জ্যামাইকান কিংবদন্তীকে দর্শক বিদায় জানিয়েছে বিজয়ীর মতই। বোল্টও জানিয়েছেন কৃতজ্ঞতা- ‘আমি দুঃখিত যে জয় দিয়ে শেষ করতে পারলাম না। কিন্তু সবাইকে ধন্যবাদ এমন সমর্থনের জন্য। সব সময় এটা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল।’

হেরেও ভালোবাসা কমেনি দর্শকদের কাছে

তবে সারাবিশ্ব মনে রাখবে, শ্রদ্ধা ও ভালোবাসায় মনে রাখবে তোমাকে উসাইন লাইটেনিং বোল্ট!

 

সুত্রঃ দি গার্ডিয়ান

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে