বিপুল ভোটে জয় পেল কম্বোডিয়ায় ক্ষমতাসীন দল

0
বিপুল ভোটে জয় পেল কম্বোডিয়ায় ক্ষমতাসীন দল

গত ২৯ জুলাই প্রধানমন্ত্রী স্যামদেক টেকো হুনসেনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছে।
আজ শনিবার প্রকাশিত ফলাফল থেকে তথ্য এ জানা যায়।

এ নির্বাচনে মোট ২০ টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। জাতীয় নির্বাচন কমিটির (এনইসি) অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়, এ নির্বাচনে সিপিপি ৪৮ লাখ ৮০ হাজার বা ৭৬ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, প্রিন্স নরোদম রনারিদের ফান্সিপেক পার্টি ৩ লাখ ৭৪ হাজার ৬১০ ভোট বা ৫ দশমিক ৮৮ শতাংশ, বিরোধী দলের সাবেক আইনপ্রণেতা খেম ভিসনার লীগ ফর ডেমোক্রেসি পার্টি ৩ লাখ ৯ হাজার ৩৬৪ ভোট বা ৪ দশমিক ৮৬ শতাংশ এবং বিরোধীদলের সাবেক সদস্য কং মোনিকার খেমার উইল পার্টি ২ লাখ ১২ হাজার ৬৬৯ ভোট বা ৩ দশমিক ৩৪ শতাংশ ভোট পেয়েছে।

এই দিকে এনইসি জানায়, পার্লামেন্টে আসন বণ্টনের মধ্যদিয়ে আগামী ১৫ আগস্ট এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এনইসি’র ফলাফলের ভিত্তিতে হিসাব করে দেখা যাচ্ছে সিপিপি পার্লামেন্টের ১২৫ আসনে জয়লাভ করেছে। ৬৭ বছর বয়সী হুনসেনের দল এ নির্বাচনে জয়লাভ করায় তিনি আরো পাঁচ বছর সরকারের নেতৃত্ব দেবেন।

প্রসঙ্গত, ৩৩ বছর ধরে তিনি দেশটির ক্ষমতায় রয়েছেন। এ সপ্তাহের গোড়ার দিকে তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর নতুন পার্লামেন্ট গঠন করা হবে। আগামী ৬ সেপ্টেম্বর নতুন সরকার গঠনের নতুন পার্লামেন্টে ভোটাভুটি হবে।