বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

0
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

এই টেস্ট ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। দুইবছরের ক্রিকেটীয় যাত্রার সমাপ্তি যা অগণিত বাধার সম্মুখিন হয়েছে, বিশেষত মাঠের বাইরে। বৃষ্টি উপেক্ষা করে সর্বশেষ টেস্ট ক্রিকেটের জয় হয়েছে। প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী নিউজিল্যান্ড।

১৯৭৯ সালের ভারত – ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর বৃষ্টির কল্যাণে বিশ্ব আবারো দেখলো ছয়দিনের টেস্ট ম্যাচ। যদিও ছয়দিনের ম্যাচে আলোক স্বল্পতা ও বৃষ্টিবাধায় সর্বমোট খেলা হয়েছে মাত্র ৩১০.২ ওভার।

টানটান উত্তেজনায় ভরা ফাইনালের রিজার্ভ ডে তথা ষষ্ঠ দিনে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে কিউই বোলারদের দূর্দান্ত দাপটের পর বর্তমান বিশ্বের অন্যতম অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলরের ব্যাটে ভর করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে বুধবার সাউদাম্পটনে কোহলিবাহিনীকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা।

বৃষ্টিতে দুইদিনের খেলা পুরোপুরি পন্ড হওয়া এই টেস্টে ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে ৫৩ ওভার হাতে ছিল নিউজিল্যান্ডের। সেই লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল কিউইরা। তখন কিছুটা শঙ্কা জাগলেও এরপর আর কোনো বিপদ হতে দেননি বর্তমান কিউই টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেইলর। অধিনায়ক উইলিয়ামসন ফিফটি করে অপরাজিত থাকেন। টেইলর তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে খেলেন ফিফটি ছুঁইছুঁই ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন জুটি হতে আসে ৯৬ রান। রবীচন্দ্রন আশ্বিন কিউইদের ২ উইকেট তুলে নিয়েছেন।

এর আগে ৬৪ রানে ২ উইকেট নিয়ে ষষ্ঠদিন ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে ভারতীয় দল। তরুণ ব্যটসম্যান ঋষভ পন্থ (৪১) ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যানই ভাল করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় কোহলিদের দ্বিতীয় ইনিংস।
ভারতীয়দের ৪ উইকেট নেন পেসার টিম সাউদি। ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট ও ২ উইকেট কাইল জেমিসনের। একটি উইকেট নেইল ওয়াগনারের।

প্রথম ইনিংসে ভারতীয়দের ২১৭ রানের জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদূর যেতে পারেনি। ২৪৯ রানেই গুটিয়ে যায় প্রথম ইনিংসে। ফলে মাত্র ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত।

স্কোরঃ ভারত – ২১৭ (১ম ইনিংস, রাহানে ৪৯, জেমিসন ৩১/৫)
নিউজিল্যান্ড – ২৪৯ (১ম ইনিংস, কনওয়ে ৫৪, শামি ৭৬/৪)
ভারত – ১৭০ (২য় ইনিংস, পান্ত ৪১, সাউদি ৪৮/৪)
নিউজিল্যান্ড – ১৪০/২ (২য় ইনিংস, উইলিয়ামসন ৫২, টেলর ৪৭, আশ্বিন ১৭/২)

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন।