অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। আসার কথা ছিল ইংল্যান্ডের। আইপিএলের দ্বিতীয় পর্বের কারণে ইংল্যান্ড সফর পিছিয়ে গেছে। এতে ক্ষতির চেয়ে লাভ হয়েছে বেশি।
ক্রিকেটে বাংলার দুই স্তম্ভ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে যেতে পারবেন। তার আগে অবশ্য ফর্মালিটি পূরণ করতে হবে। খেলার অনুমতি চেয়ে চিঠি দিতে হবে বিসিবি বরাবর।
ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘জাতীয় দলের খেলা না থাকলে যেতে পারবে।ওরা একটা চিঠি দিলেই ছুটি দিয়ে দেবে। কারণ, আইপিএলে ভারতের অংশে খেলেছিল ওরা’।
সাকিব-মুস্তাফিজের এনওসি নেওয়া আছে। শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে খেলেছেন দু’জন। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে
মাঝপথে ফের করোনা হানা দেওয়ায় আইপিএল স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শেষ করতে বাকী খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। সাকিব-ফিজের সবচেয়ে বড়ো লাভটা হবে, কেননা সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টির বিশ্ব আসর বসবে মরুর দেশটিতে।