বৃষ্টির কারণে ২য় দিনের খেলা শুরু হচ্ছে না

0

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।

বৃষ্টির কারণে ২য় দিনের খেলা শুরু হচ্ছে না

এর আগে গত কাল শুক্রবার ব্লুমফন্টেইনে ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

হাসিম আমলা ৮৯ এবং ফাফ ডুপ্লেসিস ৬২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

শনিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকালে বৃষ্টি হয়। এতে মাঠ খেলার উপযুক্ত করতে সময় লাগছে।

শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

ওপেনিং ব্যাটসম্যান ডেন এলগার ও অ্যাইডেন মার্করাম ২৪৩ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। টিম্বা বাভুমা অবশ্য ভালো করতে পারেননি।

বাংলাদেশের হয়ে শুভাশিষ রয় ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে