বেতার নাটকে তারিক আনাম খান

0
তারিক আনাম খান

তারিক আনাম খান। বাংলার মঞ্চ, টিভি নাটক ও সিনেমার খ্যাতিমান অভিনেতা। অভিনয়গুণে দর্শকের কাছে হয়ে উঠেন জনপ্রিয়। দীর্ঘ বিরতির পর অভিনয় করলেন বেতার নাটকে।

নাটকের নাম ‘মনিহারা’। সৈয়দা ফরিদা ফেরদৌসী’র প্রযোজনায় নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গুণী অভিনেতা তারিক আনাম খান।

তারিক আনাম খান বলেন, ‘বেতারের জনঢ় অভিনয় করে অন্যরকম প্রশান্তি পাই। এই মাধ্যমটিতে অনেক আগে থেকে কাজ করি। একটা সময় বেতার নাটক ভীষণ জনপ্রিয় ছিল।’

প্রযুক্তির উন্নয়নে বিনোদনের একাধিক মাধ্যম চালু হলেও তারিক আনাম খান মনে করেন বেতারের আবেদন এখনও ফুরোয়নি। তাঁর আশা, শ্রোতারা আগ্রহ নিয়ে শুনবে মনিহারা।

নাটকটি ৬ আগস্ট (শুক্রবার) বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে প্রচারিত হবে।