বেলজিয়াম কৌশলের দিক থেকে খুবই শক্তিশালী : সিলভা

0
বেলজিয়াম কৌশলের দিক থেকে খুবই শক্তিশালী

রাশিয়া বিশ্বকাপে এরইমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে শেষ আট নিশ্চিত করেছে দলগুলো। আর তারই জের ধরে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে শুক্রবার কাজানে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-বেলজিয়াম।

এবারের আসরে দারুণ ছন্দে আছে বেলজিয়াম। তাই কঠিন এই প্রতিপক্ষকে মোকবেলা করার জন্য হতে প্রস্তুত হচ্ছেন থিয়াগো সিলভা।

এরআগে সোমবার সামারা অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সিলভার নেতৃত্বে মেক্সিকোকে ২-০ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন নেইমার।

অন্যদিকে জাপানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রবার্তো মার্টিনেসের দল। আগামী শুক্রবার কাজান অ্যারেনায় শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি ও স্পেন। সিলভা জানেন ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণের আগে পার হতে হবে বেলজিয়ামের কঠিন বাধা। এ ব্যাপারে সিলভা বলেন, ‘তারা শারীরিক ও কৌশলের দিক থেকে খুবই শক্তিশালী। শেষ আটে খেলাটা বেলজিয়ামের প্রাপ্য। আমি মনে করি, সব প্রতিযোগিতায় ব্রাজিল ফেভারিট থাকে। কিন্তু আমরা জানি যে, সেটা যথেষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা শিরোপা জিততে চাই, আমাদের কঠোর পরিশ্রম করতেই হবে এবং প্রতিটি ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। আমরা ভালোভাবে কাজ করা ও একইসাথে বিশ্রাম নেয়া চালিয়ে যাব। কারণ শুক্রবারের ম্যাচটা আরও কঠিন হবে।’