বেলুচিস্তানে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১৬

0
বেলুচিস্তানে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আজ রবিবার বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে ওই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তানে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১৬

জিও টেলিভিশনের খবরে বলা হয়, হামলাকারীরা ওই চার্চে বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। হামলার পর কোয়েটার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। এ সময় সংবাদমাধ্যম কর্মীদের ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে ওই গির্জায় উদ্ধার অভিযান চলছে।

বেলুচিস্তানের আইজিপি মোয়াজ্জাম আনসারী বলেন, হামলার সময় ৪০০ জন লোক গির্জার ভিতরে উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনী গির্জার ভেতর পরিষ্কার করছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দুইজন আত্মঘাতী হামলাকারী চার্চে প্রবেশ করে। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্য আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেওয়ার ওপর জোর দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে