তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, এখন থেকে আফগানিস্তানে নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক নয়। তবে বাইরে বের হওয়ার সময় তাঁদের হিজাব পড়তে হবে। পুরো শরীর ঢাকা বোরকা নয়, নারীরা মাথায় হিজাব পরেছেন কিনা সেটা পর্যবেক্ষণ করা হবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
নারী শিক্ষা নিয়ে এসময় সুহাইল শাহিন বলেন, ‘আমাদের শাসনে মেয়েরা প্রাথমিক থেকে উচ্চস্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ নারীরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাবে।’
তালেবান মুখপাত্র আরও জানান, ‘আফগানিস্তান নিয়ে মস্কো ও দোহা সম্মেলনে নারী শিক্ষার বিষয়ে আমাদের এমন নীতির কথা আমরা বলেছি। তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে যেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে।’
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের জন্য বোরকা পরা সম্পূর্ণ বাধ্যতামূলক ছিল। এমনকি নিষিদ্ধ ছিল নারীদের চাকরি করা। পুরুষ অভিভাবক ছাড়া নারীরা যেতে পারতেন না ভ্রমণেও। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হতো না।