ক্রিকেট দুনিয়ার উদীয়মান পরাশক্তি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা এমন বিশ্বাসই সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে দেশের মাটিতে জয়ের মিছিল ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছিল প্রত্যাশার বেলুনকে। কিন্তু সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফর যেন একটা ঘোরের আকাশ থেকে এক ঝঁটকায় মাটিতে এনে ফেলেছে বাংলাদেশের ক্রিকেটকে।
টানা সাত ম্যাচের প্রায় প্রতিটিতে প্রোটিয়াদের কাছে বিশাল ব্যবধানে হেরে আজ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল।
দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, দক্ষিণ আফ্রিকায় টানা ব্যর্থতা টাইগারদের ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হবে।
বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, সকাল ৮টায় ঢাকায় পৌঁছান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
প্রায় ৪৫ দিনের দক্ষিণ আফ্রিকা সফরে কঠিন সময় পার করেছে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- এ তিন ফরম্যাটেই স্বাগতিকদের বিরুদ্ধে জয়শূন্য ছিল বাংলাদেশ।
টেস্টে বড় ব্যবধানে হারার পর ওয়ানডেতেও ছিল একই হাল। যেন হারের বৃত্ত থেকে বেরই হওয়া যাচ্ছে না। পরে টি-টোয়েন্টিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পারেনি টাইগাররা।
টানা সাত ম্যাচ হারের হতাশা সঙ্গে নিয়ে দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা থেকে মঙ্গলবার দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল