বয়স্ক ব্যক্তিদের মতো কোভিড–১৯ এর অতিঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভাইরাসের নানা ধরন থেকে সুরক্ষায় প্রতিবছরই টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রয়টার্সের খবরে বলা হয়েছে সংস্থাটির এক অভ্যন্তরীণ নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। নথিটি একটি প্রতিবেদনের অংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই নথিতে দেখা গেছে, তাদের ধারণা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের প্রতিবছর টিকার বুস্টার ডোজ ও সাধারণ মানুষের দুই বছরে একবার বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক দীর্ঘদিন যাবৎ বলে আসছে, উচ্চপর্যায়ের করোনা প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে হলে টিকার বুস্টার ডোজ প্রয়োজন পড়বে। তবে এখনো বক্তব্যের পক্ষে তথ্যপ্রমাণ স্পষ্ট করা হয়নি।
কেন এমন চিন্তা সে ব্যাপারে নথিতে উল্লেখ নেই। তবে কিছু প্রাথমিক ধারণার ভিত্তিতে ওই পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্য সংস্থা। যেমন করোনার নতুন নতুন ধরনের প্রভাব ও সেসব ধরন থেকে সৃষ্ট নতুন ঝুঁকি মোকাবিলায় টিকারও নিয়মিত উন্নত করার প্রয়োজন পড়বে।
আগামী বছর পর্যাপ্ত টিকা সরবরাহের ক্ষেত্রে উৎপাদনের সমস্যা, নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ইত্যাদি ইস্যু বিপত্তি হিসেবে দেখা যেতে পারে বলেও অনুমান করা হয়েছে এই নথিটিতে।