ভারত নিয়ন্ত্রিত জম্মুর আকাশে আবারো উড়তে দেখা গেছে বিস্ফোরকবোঝাই ড্রোন। চোখে পড়ার পর ড্রোনটি গুলি করে ভূপাতিত করে বিএসএফ সদস্যরা। আন্তর্জাতিক সীমান্ত থেকে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের প্রায় ৮ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল।
জম্মু-কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বোঝাই ড্রোনটি থেকে প্রায় ৫ কেজি আইইডি উদ্ধার করা হয়েছে।
বড়সড় কোনো হামলার পরিকল্পনা নিয়ে ড্রোন উড়ানোর পেছনে লস্কর-ই-তইবা গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, বওএসএফের পক্ষ থেকে জম্মুর বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর থেকে আকাশে নজরদারি বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ড্রোন প্রতিরোধক ব্যবস্থাও। এর পরেও সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কয়েকবার ড্রোনের উপস্থিতি দেখা যাচ্ছে। বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হলেও কিছু ড্রোন গুলির সামনে পড়ে ফের পাকিস্তানের দিকে চলে যায় বলে দাবি করছে বিএসএফের।