ভিঞ্চির চিত্রকর্ম ৪৫ কোটি ডলারের বেশি দামে বিক্রি

0
ভিঞ্চির চিত্রকর্ম ৪৫ কোটি ডলারের বেশি দামে বিক্রি

৪৫ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘সালভেটর মুন্ডি’ নামের একটি চিত্রকর্ম । বিশ্বে এ পর্যন্ত যত চিত্রকর্ম বিক্রি হয়েছে, তার মধ্যে দ্য ভিঞ্চির সালভেটর মুন্ডির দামই সবচেয়ে বেশি। প্রায় ৫০০ বছর আগে এ চিত্র এঁকেছিলেন তিনি। উল্লেখ্য, সালভেটর মুন্ডি মানে ‘বিশ্বের ত্রাণকর্তা’।

ভিঞ্চির চিত্রকর্ম ৪৫ কোটি ডলারের বেশি দামে বিক্রি

গত বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস হাউস দর কষাকষির পর ৪৫০ দশমিক ৩ মিলিয়ন (৪৫ কোটি ৩ লাখ) ডলারে সালভেটর মুন্ডি বিক্রি করেন। ইতিহাসে সর্বোচ্চ দামে চিত্রকর্ম বিক্রি করতে পারায় ক্রিস্টিস হাউস ঐতিহাসিক মুহূর্তটির সঙ্গী হয়ে রইল।

ইতালির মহান চিত্রকর দ্য ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। তার আঁকা ২০টিরও কম চিত্রকর্ম এখনো টিকে আছে, যার মধ্যে সালভেটর মুন্ডি একমাত্র চিত্রকর্ম, যেটি ব্যক্তিগত মালিকানায় রয়েছে। চিত্রবিশেষজ্ঞদের ধারণা, ১৫০৫ সালে এটি এঁকেছিলেন দ্য ভিঞ্চি। সালভেটর মুন্ডির দাম হাঁকা শুরু হয় ১০ কোটি ডলার থেকে। সম্ভাব্য ক্রেতাদের একজন নিলাম হাউসে এসে এবং বাকিরা টেলিফোনে দর কষাকষিতে অংশ নেন। মাত্র ২০ মিনিটে ঐতিহাসিক এ নিলাম চূড়ান্ত হয়। ১০ কোটি দিয়ে শুরু করলেও ৪০ কোটি ডলার দাম ওঠে এবং নিলাম প্রতিষ্ঠানের আনুষঙ্গিক ফিসহ এটি ৪৫ কোটি ৩ লাখ ডলারে বিক্রি হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে