ভূমধ্যসাগরে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ শরণার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ভূমধ্যসাগরের আলবোরান দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ভূমধ্যসাগরের আলবোরান নামক এলাকায় রাবারের তৈরি নৌকাটি ডুবে যায়।
এইদিকে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকাটিতে ১৮০ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১০০ জন ছিলেন তিউনিশিয়ার এবং বাকি ৮০ জন ছিলেন আফ্রিকার অন্য দেশের নাগরিক। খবর আলজাজিরার।
ভূমধ্যসাগরের আশপাশের দেশগুলো সাম্প্রতিক সময়ে অভিবাসীদের ইউরোপ যাত্রা নিয়ে যে সংকটের মধ্যে রয়েছে, রোববারের এ ঘটনা তার সর্বশেষ সংযোজন।
একই দিন তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের কাছে ১৫ অভিবাসীবাহী একটি স্পিডবোট ডুবে গেলে ছয় শিশুসহ ৯ ব্যক্তি নিহত হন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপ অভিমুখে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে প্রায় ৬৬০ অভিবাসীর মৃত্যু হয়েছে।