গত ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুণ পরিচালিত সিরিজটি ব্যাপক প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ ছাড়িয়ে প্রশংসা পেয়েছে ওপার বাংলায়ও।
সম্প্রতি কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ‘মহানগর’ দেখে কল করেন নির্মাতা আশফাক নিপুণকে। সিরিজটি দেখে নিজের মুগ্ধতার কথা জানান প্রসেনজিৎ। সিরজিটি জন্য আশফাক নিপুণকে অভিনন্দনও জানিয়ে কয়েক মিনিটের একটি অডিও বার্তাও প্রেরণ করেন।
এমম খ্যাতিমান কারও কল পেলে যে কেউ উচ্ছ্বাসিত হবে। আশফাক নিপুণ ব্যতিক্রম নন। ফেসবুকে পোস্ট দিয়েছে বিষয়টি শেয়ার করেছেন নিপুণ। তিনি লিখেন, ‘আমি সম্মানিত বোধ করছি। কিছুক্ষণ আগে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ আমাকে ফোন দিয়ে মহানগরের ভূয়সী প্রশংসা করলেন। প্রায় ১৫ মিনিট কথা হয়েছে আমাদের, পুরোটাই মহানগর কেন্দ্রিক।’
অডিও বার্তায় প্রসেনজিৎ বলেন, ‘মহানগর দেখে অভিভূত হয়েছি। সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষত, মোশাররফ করিম ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।’
ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারি মম, লুৎফর রহমান জর্জ, শ্যামল মাওলা, শাহেদ আলি, নাসির উদ্দিন, খাইরুল বাশার প্রমুখ।














