মানুষের পেটের মধ্যে মিলল শতাধিক ধাতব মুদ্রা!

0
মানুষের পেটের মধ্যে মিলল শতাধিক ধাতব মুদ্রা

মধ্যপ্রদেশের এক ব্যক্তি অনেক দিন ধরে পেটের ব্যথায় চিকিত্সা করাচ্ছিলেন ভারতের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও খাচ্ছিলেন নিয়মিত। কিন্তু কিছুতেই পেটের ব্যথা কমছিল না। শেষ পর্যন্ত চিকিৎসকরা তার পাকস্থলীর এন্ডোসকপি করে রীতিমত চমকে যান। নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না চিকিৎসকরা।

মানুষের পেটের মধ্যে মিলল শতাধিক ধাতব মুদ্রা

পেটভর্তি ধাতব বস্তু দেখে চমকে ওঠেন তারা। তার পেটে পাওয়া যায় মোট পাঁচ কেজি লোহা! এসবের মধ্যে ছিল ছোট্ট আকারের লোহার চেইন, ব্লেড ছাড়াও ২৬৩টি ধাতব মুদ্রা। চিকিৎসকরা জানান, পেশায় একজন অটো রিকশা চালক ঐ ব্যক্তি। সম্ভবত মানসিক যন্ত্রণা থেকেই নানা সময়ে তিনি ঐ সব ধাতব বস্তু গিলে ফেলতেন। তবে আশার কথা, অপারেশনের মাধ্যমে সেগুলো বের করে আনা হয়েছে।

সূত্র-এনডিটিভি

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে