মালদ্বীপ ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। আর তারই জের ধরে এবার মালদ্বীপের ‘ওসান অবজারভেশন স্টেশন’ তৈরি করছে চীন। শোনা যাচ্ছে, সেখানে গোপনে একটি সাবমেরিন বেসও তৈরি করতে চলেছে বেইজিং। আর এই খবরে চিন্তার ভাঁজ ভারতীয় গোয়েন্দাদের কপালে।
জানা গেছে, মালদ্বীপের মুকুনুধুতে ওই অবজারভেটরি তৈরি করা হচ্ছে। এটি ভারত মহাসাগরের শিপিং রুটের মধ্যেই অবস্থিত। ওই অঞ্চল দিয়ে জাহাজ নিয়ে যেতে হয়। এটি ভারতের জলসীমার একেবারে গা ঘেঁষে রয়েছে। পাশাপাশি, ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই অবজারভেটরির বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরেই চীন ও মালদ্বীপের মধ্যে ‘প্রোটোকল’ নামে এক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে অবজারভেটরি তৈরির উল্লেখ ছিল। একইসঙ্গে ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ নামে আরও এক চুক্তি হয় দুই দেশের। মালদ্বীপের বিরোধী দলের দাবি, ভারতকে নিশ্চিত করতে হবে যে চীনের এই অবজারভেটরি আসলে ভারতকে ঘিরে রাখার একটা উদ্দেশ্য না হয়ে দাঁড়ায়। এর ফলে ভারত ও মালদ্বীপের নিরাপত্তাজনিত সম্পর্কে চিড় ধরতে পারে।