আজ শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে আজকের ম্যাচে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর ফলে তামিমের নেতৃত্বাধীন কুমিল্লার শীর্ষস্থান আরো মজবুত হলো।
এই ম্যাচে উদীয়মান তরুণ অফ স্পিনার মেহেদী হাসান। চার ওভারে ২২ রান দিয়ে তিনি ৪ উইকেট শিকার করে রংপুর ইনিংসে ধস নামান। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দীন তিন উইকেট শিকার করেন।
৯৮ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ ওভারে দলীয় ২২ রানের মাথায় লিটন দাস (৩) আউট হন। সপ্তম ওভারে দলীয় ৩৫ রানের মাথায় অধিনায়ক তামিম ইকবাল (২২) সাজঘরে ফেরেন। নবম ওভারে ফেরেন বাটলার, দলীয় রান তখন ৪৭। ১৪ ও ১৫ তম ওভারে ইমরুল কায়েস ও শোয়েব মালিক আউট হলে কুমিল্লা শিবিরে অঘটনের শংকা জাগে। ওই সময় দলীয় রান ছিল ৭৩। পরে অভিজ্ঞ স্যামুয়েল ধীরস্থির ব্যাট করে ৩ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে গেইল-ম্যাককুলামের মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া রংপুর রাইডার্সকে নির্ভর দলকে ৯৭ রানেই অলআউট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে গুটিয়ে যায় মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।