চলমান ইউরোর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেবিল থেকে স্পনসর কোকাকোলার বোতল সরিয়ে হইচই ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাস্থ্যসচেতন এই পর্তুগিজ তারকা সবাইকে কোকাকোলার বদলে পানি খেতে বলেছিলেন।
কোকাকোলা কান্ডের একদিন পরই ইউরোয় আরেকটি সংবাদ সম্মেলনে একই ঘটনা ঘটে। ফরাসী তারকা পল পগবা জার্মানি–ফ্রান্স ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টেবিল থেকে স্পনসর প্রতিষ্ঠান হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে ফেলেন। মুসলিম পগবা সম্ভবত ধর্মীয় কারণেই সরিয়ে রাখেন বিয়ারের বোতল।
রোনালদোর কোকাকোলা–কাণ্ডের পর কোম্পানিটির বড় রকমের আর্থিক ক্ষতি হয়। নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। মাত্র আধঘণ্টার মধ্যে ৩৩ হাজার ৯১৫ কোটি টাকার শেয়ার হারায় কোকাকোলা। তবে পগবার ঘটনায় হেইনেকেনের তেমন আর্থিক ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
এই দুই ঘটনার পর নড়চড়ে বসে আয়োজক উয়েফা। ইউরোপিয় ফুটবলের অভিভাবক সংস্থাটি জানায়, আবার কেউ এমনটা করলে শাস্তি পেতে হবে। সেই হুমকি থেকে অবশ্য কিছুটা সরে এলো উয়েফা। শুক্রবার তারা জানিয়েছে মুসলিম খেলোয়াড়েরা অনুরোধ করলে চলমান টূর্নামেন্টের সংবাদ সম্মেলনের টেবিলে বিয়ারের বোতল রাখা হবেনা।
বার্তাসংস্থা এএফপিকে উয়েফার মুখপাত্র জানিয়েছেন নতুন সিদ্ধান্ত, ‘মুসলিম খেলোয়াড়দের আমরা জিজ্ঞেস করব তাঁদের এ নিয়ে (বিয়ারের বোতলে) কোন আপত্তি আছে কি নেই।’
স্পনসর হেইনেকেনও উয়েফার নতুন সিদ্ধান্তে কোন আপত্তি জানায়নি।