মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ৮৫ যাত্রী আহত

0
মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ৮৫ যাত্রী আহত

এরোমেক্সিকো’র যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এই ঘটনায় কমপক্ষে ৮৫জন আহত হয়েছেন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় ডুরাংগো রাজ্যে এই ঘটনা ঘটে। ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই বিষয়ে মেক্সিকোর যোগাযোগ ও পরিবহন মন্ত্রী জেরার্দো রুইজকে উদ্ধৃত করে খবরে বলা হয়, মেক্সিকো সিটিগামী এমব্রায়ের ১৯০ সিরিজের বিমানটি প্রায় পুরোপুরি ভর্তি ছিল। ৯৭ জন যাত্রী ও চারজন কর্মচারী নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪:০০টায় নিচে নেমে আসে।

বিমানটি রাজ্যের রাজধানীর বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ১০ কিলোমিটার দূরে জরুরী অবতরণ করে বলে জানায় রাজ্যের বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র আলেহান্দ্রো কার্দোজা।

তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৮৫জন আহত হয়েছে। কেউ কেউ গুরুত্বরভাবে। দুর্ঘটনার পরপর একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তা দ্রুতই নিভিয়ে ফেলা হয়।

ডুরাংগোর গভর্নর হোসে আসিপুরো টুইটারে লিখেছেন, এটা নিশ্চিত যে, ঘটনায় কেউ নিহত হননি।

তথ্য সূএ : আল জাজিরা।