মেক্সিকো দক্ষিণ উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরে এক মিটার উচ্চতার সুনামির খবর দিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মেক্সিকোর পিজিজিআন শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে।
রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে মেক্সিকো সিটির সব ভবন কেঁপে ওঠে, বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর মেক্সিকোর দক্ষিণ অংশ ও গুয়েতেমালায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মেক্সিকোর চিয়াপাস ও তাবাসকো রাজ্যে প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে মেক্সিকো উপকূলে সাগরে ১ মিটার উচ্চতার সুনামি দেখা গেছে।
গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ১৯৮৫ সালের পর এটিই মেক্সিকো উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তিন দশক আগের ওই ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।