মোসাদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করল ইরানি গুপ্তচর

0
মোসাদ এজেন্ট

ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক রাখা ও অন্তত আটবার বৈঠকে বসার কথা স্বীকার করেছে ইরানি গুপ্তচর আহমাদ রেজা জালালি। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদী আজ (সোমবার) একথা জানিয়েছেন।

মোসাদ এজেন্ট
মোসাদ এজেন্ট

রেজা জালালির স্বীকারোক্তি অনুসারে, মোসাদের সঙ্গে যোগাযোগ রাখার কারণে তাকে অর্থ দেয়া হতো। এরইমধ্যে রেজা জালালিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং ইরানের সুপ্রিমকোর্ট মৃত্যুদণ্ডের রায় গত ২ ডিসেম্বর বহাল রেখেছে।

আব্বাস জাফারি দৌলতাবাদী জানান, রেজা জালালি বর্তমানে কারাগারে রয়েছে এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আণবিক শক্তি সংস্থার বিভিন্ন প্রকল্প সম্পর্কে মোসাদকে নানা তথ্য দিয়েছে। এর সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়েছে রেজা জালালি।

শহীদ পরমাণু বিজ্ঞানী ড. মাজিদ শাহরিয়ারি
শহীদ পরমাণু বিজ্ঞানী ড. মাজিদ শাহরিয়ারি

স্বীকারোক্তি অনুসারে রেজা জালালি ইরানের পরমাণু সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ও গবেষণা প্রকল্পের অন্তত ৩০ জন কর্মকর্তা সম্পর্কে সংবেদনশীল তথ্য দিয়েছে। এর মধ্যে ইরানের শহীদ দুই পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি ও মাজিদ শাহরিয়ারির নাম ছিল।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া রেজা জালালি মোসাদের গুপ্তচরদেরকে ইরান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার বিনিময়ে ইসরাইলের কাছ থেকে অর্থ এবং সুইডেনে নিজের ও পরিবারের সদস্যদের জন্য নাগরিকত্ব নিয়েছে।

তানভীর আহমেদ
আধুনিক সমরাস্ত্র

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে