যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি

0
ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান
ফেডেরিকা মোগেরিনি

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আওতায় ফিলিস্তিনিদের  ৪ কোটি ২৫ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই ঘোষণা দেওয়ার সময় ইসরায়েল- ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে একা  কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে বলা হয়েছে এটা করা হলে তা ব্যর্থতায় পর্যবসিত হবে।

ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান
ফেডেরিকা মোগেরিনি

কয়েক দশকের মার্কিন রীতির অবসান ঘটিয়ে গত বছরের ছয় ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরোয়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার ঘোষণা দেন তিনি। আর এরপরই ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষ ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেওয়া আর কোন পদক্ষেপ মানবে না তারা। চলতি মাসের তৃতীয় সপ্তাহে আরব৪৮.কমের খবরে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি সূত্রের বরাতে জানানো হয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের প্রেসিডেন্টকে বলেছেন, কোনও আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হয়ে এলে শান্তি প্রক্রিয়ায় মার্কিন মধ্যস্থতা মেনে নেবেন তারা। এবার ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রকে একক মধ্যস্থতার পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানালো।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডারিকা মোগেরিনি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য নির্ধারিত যে কোনও কাঠামোকে বহুপক্ষীয়  হতে হবে। তাতে সব মধ্যস্থতাকারীসহ সব পক্ষকে অবশ্যই যুক্ত থাকতে হবে। মোগেরিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। মোগেরিনির মতে, এককভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে যেমন শান্তি প্রক্রিয়ায় সফল হওয়া সম্ভব না, আবার তাকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও বাস্তবসম্মত নয়।