যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা

0

আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে অনুরোধ জানাচ্ছেআফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে অনুরোধ জানাচ্ছে

তালেবানের ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে পালাচ্ছে হাজার হাজার শরণার্থী। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই হাজার আফগান শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উগান্ডা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমেরিকার অনুরোধের প্রেক্ষিতে উগান্ডা প্রায় ২০০০ আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দিতে রাজী হয়েছে হয়েছে।

উগান্ডার শরণার্থীবিষয়ক মন্ত্রী এস্তার আন্যাকুন দাভিনিয়া জানান, গত সোমবার উগান্ডার কাছে আমেরিকার পক্ষ থেকে আফগান শরণার্থী গ্রহণের ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। বন্ধু রাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই হাজার আফগান শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট।

এস্তার আন্যাকুন দাভিনিয়া বলেন, আফগানিস্তানে যেসকল আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে, তারা মোট তিন মাস উগান্ডায় থাকবে। এরপর যুক্তরাষ্ট্র তাদের অন্যত্র স্থানান্তর করবে।

আফগান শরণার্থীরা কবে উগান্ডায় যাওয়া শুরু করবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দফায় ৫০০ জন আফগান শরণার্থীর মঙ্গলবারই উগান্ডায় যাওয়ার কথা রয়েছে।

আফগান শরণার্থীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুরোধ গ্রহণ করেছে আলবেনিয়া ও কসোভোও।