যেখানে অদ্বিতীয় সাকিব

0
আরেকটি বড় রেকর্ড এর দ্বারপ্রান্তে সাকিব

বাংলাদেশের ক্রিকেটে যা কিছু অর্জন, তার অধিকাংশে প্রত্যক্ষভাবে জড়িয়ে সাকিব আল হাসানের নাম। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ফেরিওয়ালা বলা চলে সাকিবকে। বাঁ’হাতের ভেলকিতে শাসিয়ে যাচ্ছেন, দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়া।

ব্রায়ান লারাকে বলা হতো রেকর্ডের বরপুত্র। সাকিবের বেলায় এই উপমা প্রয়োগ করলে একেবারে ভুল হবে না। বিশেষত অলরাউন্ডার হিসেবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, সাকিবের লড়াই এখন কেবলই সাকিবের নিজের সঙ্গে।

গত রাতে অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করে লজ্জায় ডোবায় বাংলাদেশ। ৯ রানে ৪ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের নেতৃত্ব দেন সাকিব। ম্যাচে দ্বিতীয় উইকেট শিকার তার আন্তর্জাতিক উইকেটে শততম। ৮৪ ম্যাচে ২০. ৬৩ গড়ে নিয়েছে ১০২ উইকেট। ১০৭ উইকেট নিয়ে সামনে কেবল লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

ব্যাট হাতে ৮৪ ম্যাচে ২৩.৫৩ গড় ও ১২২.৫৩ স্ট্রাইক রেটে সাকিবের সংগ্রহ ১৭১৮ রান। এতে গড়লেন অনন্য রেকর্ড, যেখানে সাকিব একজনই। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেটের মালিক সাকিব। এখন শুধু এগিয়ে যাবার পালা।