রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নতুন রেকর্ড

0
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নতুন রেকর্ড

ইতিমধ্যে রাশিয়া থেকে শিরোপা প্রত্যাশী বেশ কয়েকটি দল বিদায় নিয়েছে। আর্জেন্টিনা-জার্মানির মতো দলগুলো বিশ্বকাপে এখন দর্শক। ব্রাজিলের জন্য মাঠটা একেবারে ফাঁকা। অপ্রত্যাশিত কিছু না হলে এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঘরেই যাওয়ার সম্ভাবনা বেশি। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়ল সেলেসাওরা।

রাশিয়া বিশ্বকাপে দলগতভাবে সবচেয়ে গোলের রেকর্ডটা এখন ব্রাজিলের। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে উঠে গেছে নেইমারের দল। মেক্সিকোকে হারানোর ম্যাচে জার্মানিকেও ছাড়িয়ে গেছে হলুদ জার্সিধারীরা।

গতকাল মেক্সিকো ম্যাচ শুরুর আগে যৌথভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দেশের তালিকায় ছিল ব্রাজিল ও জার্মানি, ২২৬টি করে। ৫১ মিনিটে নেইমারের করা গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের টপকে যায় পাঁচবারের শিরোপাধারীরা। কেবল এতেই নয়, রেকর্ডটি আরও উঁচুতে নিয়ে যায় নেইমার অ্যান্ড কোং। এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল এখন ব্রাজিল।

বলাই বাহুল্য, রাশিয়া বিশ্বকাপে গোলসংখ্যাটা নিশ্চয় আরও বাড়াত চাইবেন নেইমার-কুতিনহোরা।