ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময় বলে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তার দ্বিতীয় বাড়ি। রিয়াল মাদ্রিদে যে সাম্রাজ্য গড়েছেন, হয়েছেন রাজাধিরাজ, শুরু তো ওই ওল্ড ট্র্যাফোর্ডের লাল ডেরায়। ইউনাইটেড থেকে বের হন যুবরাজ হয়ে, ফেরেন দ্বিগ্বিজয়ীর বেশে।
ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহে হঠাৎই বাজারে চাউর, ম্যানচেস্টার সিটিতে যাচ্ছে রোনালদো। দুনিয়াজোড়া অগণিত সিআরসেভেন ভক্ত তো বটেই, নিন্দুকের চোখও কপালে ওঠে এহেন খবরে! রোনালদো ম্যানচেস্টারে যাচ্ছে, অথচ অন্যের ঘরে!
একদিন বাদে খবর বদলালো। রোনালদো ম্যানচেস্টারেই যাচ্ছেন, নিজের ঘরেই। সিটির প্রাথমিক অফার ছিল ২৫ মিলিয়ন, ইউনাইটেড দেবে ১৫ মিলিয়ন। তাতে কী! আত্মার প্রশান্তিই যেখানে মূখ্য, অর্থ সেখানে নিতান্ত গৌণ।
গুজব বাস্তবে পরিণত করে রোনালদো ফিরলেন আপন ডেরায়। কথা রাখলেন। বলেছিলেন বহুবার, সুযোগ পেলে ফিরে আসবেন লাল শয়তানের ডেরায়। ইউনাইটেড আগের মতো নেই। রোনালদো নামক প্রিয় শয়তানটাকে সবচাইতে বেশিই প্রয়োজন এই মূহুর্তে।