চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডে দারুণ এক জয় পেয়েছে জেনেদিন জিদানের দল। এপোয়েলের মাঠে গোল উৎসবে মেতে উঠেছিলো যেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। অফ ফর্মে থাকা করিম বেনজেমা এবং রোনালদোর জ্বলে উঠায় তাদের সামনে ঘরের মাঠে দাড়াতেই পারেনি সাইপ্রাসের ক্লাবটি। ৬-০ গোলের বিশাল ব্যাবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। এই জয়ের সাথে চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের শেষ ষোল নিশ্চিত করলো মাদ্রিদের দলটি।
তবে গোলের শুরুটা হয়েছিলো ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের পা থেকে। ম্যাচের ২৭ মিনিটে দারুণ এক গোল করেন তিনি। এরপরই ফরাসী তারকা করিম বেনজেমার দৃষ্টিকাড়া গোল ৩৯ মিনিটে। তার ঠিক দুই মিনিট পর লক্ষভেদ করে ডিফেন্ডার নাচো ফার্নানদেজ। প্রথম হাফের অতিরিক্ত মিনিটে রোনালদোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আক্রমণ রিয়ালের। এবার গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো নিজে। ৪৯ মিনিটে তার করা প্রথম গোলের পর এই পর্তুগীজ তারকা নিজের দ্বিতীয় গোল এবং ষষ্ঠ গোলটি করেন ৫৪ মিনিটি। এই দুটি গোলের মাধ্যমে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লীগ (১৮) গোলের মালিক তিনি। এর আগে অবশ্য ২০১৫ সালে ১৬ গোল তিনিই দিয়েছিলেন।
এইদিকে ‘এইচ গ্রুপ’ এর অপর ম্যাচে পিছিয়ে পড়েও বুরুশিয়া ডর্টমুন্ডকে তাদের মাঠ সিগনাল ইদ্যুনা পার্কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে টটেনহাম। ৩১ মিনিটে ডর্টমুন্ডের এমরিক পিয়েরে আয়ুবামেয়াং এর গোলে এগিয়ে ছিলো স্বাগতিকরা। কিন্তু বিরতির পরেই ইংলিশ সুপার স্টার হ্যারি কেইন এবং জাপানের হুগ-মিন সনের গোলে জয় পায় পচেত্তিনোর দল।
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ডাচ লীগের দল ফেয়েনুর্ডের সাথে রাহিম স্টার্লিং এর করা একমাত্র গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলকে গোলটির জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৮ মিনিট পর্যন্ত। পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচে ম্যানচেস্টারের এই ক্লাবটি সবচেয়ে কম গোল দিয়েছে এখন পর্যন্ত। গ্রুপ এফ এ সবকটি ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিটি।
Sabbir Akib