করোনাভাইরাসের ডেলটা ধরণের বিরুদ্ধে মোকাবেলার অংশ হিসেবে জার্মান সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে রাজধানীর বার্লিনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে বিক্ষোভে যোগ দেওয়া কয়েকশ ব্যক্তিকে আটক করে পুলিশ।
ডেলটা ধরণের প্রভাবে বেশ কয়েক সপ্তাহ যাবৎ জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে বার্লিনের আদালত অনেক আগেই সকল ধরণের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছিল।
বার্লিন পুলিশের মুখপাত্র থিলো ক্যাবলিৎজ সংবাদমাধ্যমকে জানান, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকশ লোক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসেন। পরে সংখ্যা কয়েক হাজারে গিয়ে দাঁড়ায়।
থিলো ক্যাবলিৎজ বলেন, বিক্ষোভকারীদের অনেকেই পুলিশের উপর হামলা চালায়। এমনকি রাস্তার বেড়িকেড ভেঙ্গে তাড়া যানবাহন আটকিয়ে রাখে। অনেক জায়গায় তারা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে নামে। বার্লিন থেকে প্রায় ৬০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বিক্ষোভ মিছিলের ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল, “করোনা স্বৈরতন্ত্রকে না বলুন। ” এছাড়াও বেশিরভাগ বিক্ষোভকারীর মুখে দেখা যায়নি মাস্ক। এমনকি কাউকেই সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি।