লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিলো ভারত। বোলারদের নৈপুণ্যে ইংলিশদের ডেরায় তাদের ১৫১ রানে পরাজিত করে। দিনের শুরুতে উল্টো কোণঠাঁসা হয়ে পড়ে ভারত। দুই বোলার মোহম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ যোগ করেন ৮৯ রান। যাতে ভর করে ২৭১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।
জবাবে চা বিরতির আগেই ৪ উইকেট হারায় স্বাগতিক ইংল্যান্ড। ১ রানে দুই ওপেনার ররি বার্নস ও ডস সিবলিকে হারায় তারা। ৪৪ রানের মাথায় হাসিব হামিদের উইকেট নেন ইশান্ত শর্মা। লাঞ্চের ইশান্তের দ্বিতীয় শিকার হন জনি বেয়ারস্টো। ব্যাটিংয়ের পর বল হাতে আসল কাজ করেন বুমরাহ। তুলে নেন ৩ উইকেট। ৪ উইকেট নিয়ে নেতৃত্ব দেন মোহম্মদ সিরাজ। ইশান্ত শর্মা ২ ও শামি নেন ১ উইকেট।
এর আগে ১৮১ রানে ৬ উইকেট নিয়ে পঞ্চম দিন শুরু করে কোহলির দল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৯৮ রানে ইনিংস সমাপ্তির ঘোষণা দেন বিরাট কোহলি। শামি ও বুমরাহ যথাক্রমে ৫৬ ও ৩৪ রানে অপরাজিত থাকেন। ভারতের প্রথম ইনিংস ৩৬৪ রানে থামে। ইললিশরা অলআউট হয় ৩৯১ রানে।
১৫১ রানের এই জয় সাত বছর পর লর্ডসে ভারতকে বিজয়ের স্বাদ দেয়। সিরিজেরও ১-০ তে এগিয়ে গেল তারা। ইংল্যান্ডের মাটিতে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে।